শাপলা ফুলে মোড়া বিলের রূপ || ভাসমান সৌন্দর্য...

 শাপলা ফুলে মোড়া বিলের রূপ || ভাসমান সৌন্দর্য...


একটি ছোট্ট গ্রামে, যেখানে ভোর মানেই কুয়াশার সাথে শাপলার হাসি। গ্রামের ছেলেমেয়েরা প্রতিদিন স্কুল যাওয়ার পথে দেখে এই বিলে ভেসে থাকা শাপলা ফুল। একদিন ছোট্ট রায়হান ভাবল, সে এই সৌন্দর্য সবার সাথে ভাগ করে নেবে। তাই সে তুলে ধরল ক্যামেরায় শাপলার রাজত্ব। এখন আপনি সেই গল্পের অংশ হতে চলেছেন।


Comments